ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

আইনি ব্যবস্থার প্রক্রিয়া শুরু

সিরাজগঞ্জের শিক্ষা কর্মকর্তা  নৌকা প্রতীকে ভোট প্রার্থনা 

সিরাজগঞ্জের শিক্ষা কর্মকর্তা  নৌকা প্রতীকে ভোট প্রার্থনা 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে নৌকা প্রতীক প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া শুরু হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলার শিক্ষা কর্মকর্তা সরকারি চাকরিজীবী হয়েও ওই আসনের নৌকার প্রার্থী আব্দুল মমিন মন্ডল এমপির জন্য ভোট প্রার্থনা করছেন। কয়েকদিন ধরে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নৌকার পক্ষে নির্বাচন করতে হবে এবং তাদের ভোট প্রার্থনা করার জন্য চাপ সৃষ্টি করছেন। এ কারণে শিক্ষকদের মাঝে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ওই শিক্ষা অফিসার সাংবাদিকদের ফোন রিসিভ করেননি। তবে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ জানান, সরকারি কর্মকর্তা হয়ে এটি করতে পারবেন না। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, ওই শিক্ষা অফিসারের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া শুরু হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ভোট প্রার্থনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত